দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় আটকে গেল লঞ্চ
- সর্বশেষ আপডেট ১১:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 105
প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চ গজারিয়ার লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকা পড়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য।
সূত্র জানায়, বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রায় ২০০ যাত্রী নিয়ে বোগদাদিয়া-৭ লঞ্চ ছেড়ে যায়। রাত ৮টার দিকে ঝড় ও ঘন কুয়াশার কারণে লঞ্চটি গজারিয়ার লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, রাত ৯টার পরে চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ইমাম হাসান-৫ এবং ঢাকা থেকে আসা বোগদাদিয়া-৮ লঞ্চ এসে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনও ডুবোচরে আটকা রয়েছে। জোয়ার উঠলে ডুবোচর থেকে লঞ্চ নামানোর কাজ শুরু করা হবে। নৌপুলিশকে লঞ্চটির নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


































