এভাবে চলতে থাকলে বিএনপির সম্মান ক্ষুণ্ণ হবে
- সর্বশেষ আপডেট ১০:৪৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 73
ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের ওপর হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির মর্যাদা সারা দেশে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে।
শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পার্থ এ প্রতিক্রিয়া জানান।
তিনি লিখেন, “এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী গুরুতরভাবে ক্ষুণ্ণ হবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যতের নির্বাচনে। এটি অত্যন্ত দুঃখজনক। ঐক্যের কোনো বিকল্প নেই।”
নিজ দলের আহত কর্মীদের ছবি যুক্ত করে আন্দালিব রহমান পার্থ আরও বলেন, “ভোলা সদরে বিজেপির এক বিশাল নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন। মিছিল শেষে যখন কিছু নেতাকর্মী অফিসে অবস্থান করছিলেন, তখন হঠাৎ ৪০০-৫০০ জনের একটি বিএনপি গ্রুপ সেখানে হামলা চালায়। তারা বিনা কারণে আমাদের কর্মীদের মারধর করে ও পার্টি অফিসে ভাঙচুর চালায়। এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা।”
এর আগে শনিবার দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল ও লাঠিসোঁটার সংঘাতে সাংবাদিক, পুলিশ সদস্যসহ দুই দলের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আন্দালিব রহমান পার্থ বলেন, “এই ধরনের আচরণ রাজনৈতিক ঐক্যকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। বিএনপি নেতৃত্বের উচিত দ্রুত এই ঘটনার তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
































