রাতভর বৃষ্টিতে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহর, তলিয়ে গেছে ধানক্ষেত
- সর্বশেষ আপডেট ১২:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 73
রাতভর চলা ভারি বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ শহর হাঁটুপানির নিচে তলিয়ে গেছে। এতে অনেক বাসাবাড়ি, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে শহরের মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে, জেলার বিভিন্ন এলাকায় ধান ও শীতকালীন সবজিক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরে ২৬০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলার শিবগঞ্জে ১৭৫ মিমি, গোমস্তাপুরে ১৮০ মিমি, নাচোলে ১৭৫ মিমি এবং ভোলাহাটে ১৬৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, ধানসহ ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ এ ব্যাপারে কাজ করছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি শুরু হয়ে শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত চলেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাবসুপার মার্কেট, নিউমার্কেট, পুরাতন বাজার, নিমতলা, বালুবাগান, আরমাবাগ, শান্তিমোড়সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হোইচর এলাকার অনেক বাসাবাড়িতে বৃষ্টির পানি ঢুকে আসবাবপত্র হাঁটুপানির নিচে তলিয়ে গেছে। বাড়ির সামনে পানি জমায় অনেকে গৃহবন্দি হয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় অল্প বৃষ্টিতেই শহর হাঁটুপানির নিচে তলিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, শহরের পানি দ্রুত নিষ্কাশনের জন্য কয়েকটি ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে হঠাৎ বৃষ্টিতে প্লাবন হবে না এবং শহরবাসী আর দুর্ভোগের মুখে পড়বেন না।
































