ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জাবি
  • সর্বশেষ আপডেট ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 109

জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবারও নির্মাণকাজে দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মো. রাকিব (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট ভবনে কাজ করছিলেন রাকিব। বিকেল সাড়ে ৫টার দিকে ময়লার বস্তা নিয়ে নামার সময় বস্তাটি দেওয়ালে ধাক্কা লাগলে ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে চলতি বছরের ১ আগস্ট একই বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে আরেক শ্রমিক মো. আরিফুল মারা যান।

নতুন এ দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক ডেকে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা, নিয়মভঙ্গ বা গাফিলতির বিষয়টি যাচাই করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন,

“নির্মাণশ্রমিক রাকিবের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। তার পরিবারের এই ক্ষতি অপূরণীয়।”

তিনি জানান, নিহত শ্রমিকের পরিবারকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সর্বশেষ আপডেট ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবারও নির্মাণকাজে দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মো. রাকিব (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট ভবনে কাজ করছিলেন রাকিব। বিকেল সাড়ে ৫টার দিকে ময়লার বস্তা নিয়ে নামার সময় বস্তাটি দেওয়ালে ধাক্কা লাগলে ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে চলতি বছরের ১ আগস্ট একই বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে আরেক শ্রমিক মো. আরিফুল মারা যান।

নতুন এ দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক ডেকে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা, নিয়মভঙ্গ বা গাফিলতির বিষয়টি যাচাই করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন,

“নির্মাণশ্রমিক রাকিবের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। তার পরিবারের এই ক্ষতি অপূরণীয়।”

তিনি জানান, নিহত শ্রমিকের পরিবারকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।