তানজিদ তামিমের ৮৯, পুরো বাংলাদেশের ১৫১
- সর্বশেষ আপডেট ০৭:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 59
আগের ম্যাচে দলের অন্যান্য ব্যাটাররা ব্যর্থ হলেও ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাই লড়েছেন এই টাইগার ওপেনার। মাত্র ১১ রানের ব্যবধানেই সেঞ্চুরি থেকে ছিটকে গেছেন তিনি। তানজিদ তামিমের ব্যাটে ভর করে বাংলাদেশ পুরো দল ১৫১ রানের সংগ্রহ করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
পারভেন হোসেন ইমন ১০ বলে ৯ ও লিটন ৯ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা সাইফ হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তানজিদ তামিম। ৬৩ রানের জুটি গড়েন তারা।
তবে দলীয় ১০৭ রানে ২২ বলে ২৩ রান করে আউট হন সাইফ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন তানজিদ তামিম।


































