ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে: মান্না

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 90

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সনদে স্বাক্ষরের পর সংশোধনের অধিকার সরকারকে কেউ দেয়নি। গায়ের জোরে সনদ মূর্খের মতো পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “জুলাই সনদের প্রস্তাবনা থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) বাদ দেওয়া হয়েছে। এটি একটি প্রতারণা। সনদে স্বাক্ষরের দিনই ৫ নম্বর দফা পরিবর্তন করা হয়েছে। আবার ঐকমত্য কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত সনদে পরিবর্ধন ও পরিমার্জনের অনুমতি দিয়েছে। কিন্তু স্বাক্ষরের পর তা পরিবর্তন করার অধিকার কারো নেই।”

তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের প্রয়াসে পুরো বিষয়টি এলোমেলো করে দিয়েছেন।”

এছাড়া তিনি আরও উল্লেখ করেন, “ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক উন্নয়নের দিকে যেতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) চান, তাদের চেহারায় শান্তি থাকলেও ভেতরে আগুন লুকিয়ে আছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে: মান্না

সর্বশেষ আপডেট ০৭:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সনদে স্বাক্ষরের পর সংশোধনের অধিকার সরকারকে কেউ দেয়নি। গায়ের জোরে সনদ মূর্খের মতো পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “জুলাই সনদের প্রস্তাবনা থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) বাদ দেওয়া হয়েছে। এটি একটি প্রতারণা। সনদে স্বাক্ষরের দিনই ৫ নম্বর দফা পরিবর্তন করা হয়েছে। আবার ঐকমত্য কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত সনদে পরিবর্ধন ও পরিমার্জনের অনুমতি দিয়েছে। কিন্তু স্বাক্ষরের পর তা পরিবর্তন করার অধিকার কারো নেই।”

তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের প্রয়াসে পুরো বিষয়টি এলোমেলো করে দিয়েছেন।”

এছাড়া তিনি আরও উল্লেখ করেন, “ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক উন্নয়নের দিকে যেতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) চান, তাদের চেহারায় শান্তি থাকলেও ভেতরে আগুন লুকিয়ে আছে।”