ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুমচাষী আহত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০২:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 57

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুমচাষী আহত

বান্দরবানের রুমা উপজেলায় জুমের কলা গাছ কাটার সময় দিনদুপুরে ভাল্লুকের আক্রমণে কাইন প্রে ম্রো (৩৪) গুরুতর আহত হয়েছেন।

ঘটনা ঘটে শুক্রবার দুপুরে রুমা গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকায়। আহত কাইন প্রে ম্রো গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুইফ পাড়া গ্রামের রুইচং ম্রো ছেলে।

স্থানীয়দের জানা মতে, সকালে নিজ জুম পাহাড়ে কলার গাছ কাটতে যান কাইন প্রে ম্রো। হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে ভাল্লুক তার উপর আক্রমণ করে। আশেপাশের মানুষদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জুমে কলা গাছ কাটার সময় আহত ব্যক্তি ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন। মনে হয় সেখানে ভাল্লুকের বাচ্চা রয়েছে। আহত ব্যক্তির চোখে বেশ আঘাত লেগেছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুমচাষী আহত

সর্বশেষ আপডেট ০২:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বান্দরবানের রুমা উপজেলায় জুমের কলা গাছ কাটার সময় দিনদুপুরে ভাল্লুকের আক্রমণে কাইন প্রে ম্রো (৩৪) গুরুতর আহত হয়েছেন।

ঘটনা ঘটে শুক্রবার দুপুরে রুমা গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকায়। আহত কাইন প্রে ম্রো গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুইফ পাড়া গ্রামের রুইচং ম্রো ছেলে।

স্থানীয়দের জানা মতে, সকালে নিজ জুম পাহাড়ে কলার গাছ কাটতে যান কাইন প্রে ম্রো। হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে ভাল্লুক তার উপর আক্রমণ করে। আশেপাশের মানুষদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জুমে কলা গাছ কাটার সময় আহত ব্যক্তি ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন। মনে হয় সেখানে ভাল্লুকের বাচ্চা রয়েছে। আহত ব্যক্তির চোখে বেশ আঘাত লেগেছে।”