“আমরা প্রতারণাকে ‘না’ বলছি” : রুমিন ফারহানা
- সর্বশেষ আপডেট ১১:২৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 104
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘ ২৭০ কার্যদিবস আলোচনার পরও যে বিষয়গুলোতে দলের ভিন্নমত বা ডিসেন্টিং পয়েন্ট রয়েছে, তা স্পষ্ট না করে একটি আদেশ জারি করার পরিকল্পনা হচ্ছে। তিনি বলেন, “ভোটে যে প্রশ্নটি থাকবে, সেখানে দলের ভিন্নমতকে পুরোপুরি উপেক্ষা করে সনদটি ঘোষণা করা হচ্ছে। এটি জাতির সঙ্গে প্রতারণা, এবং আমরা এই প্রতারণাকে ‘না’ বলছি।”
একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি শুরু থেকেই বলছে—যেদিন নির্বাচন হবে, সেদিনই গণভোট করব। কিন্তু দেখা যাচ্ছে, নির্বাচনের বিষয়টি নিয়ে ন্যূনতমও কর্ণপাত না করেই গণভোটের কথা বলা হচ্ছে।
জাতীয় নির্বাচনের আগে যদি কোনো কারণে গণভোট অনুষ্ঠিত হয়, এবং সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেয়, বিএনপি দলীয় আলোচনার পর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের পথ যদি কোনো কারণে দ্রুত অতিক্রম না হয় বা নির্বাচন পিছিয়ে যায়, তাহলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শক্তি কার্যকর থাকবে না।
রুমিন ফারহানা আরও বলেন, গণভোটের বিষয়টি সাংবিধানিক হলেও সাধারণ মানুষের মূল চিন্তা দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। মানুষ মূলত চিন্তা করেন—সস্তায় খাদ্য পাচ্ছেন কি না, চিকিৎসা ও ওষুধ সঠিকভাবে পাচ্ছেন কি না, সন্তানরা শিক্ষাজীবন শেষ করে চাকরি পাচ্ছে কি না, বিদেশে রোজগার করে পরিবারকে সাহায্য করতে পারছে কি না। এই ধরনের বাস্তব সমস্যার সঙ্গে গণভোটের কোনো সংযোগ নেই। ফলে সাধারণ মানুষের কাছে এই বিষয়ে আগ্রহ কম থাকায়, ‘না’ ভোট জয়যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
































