তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
- সর্বশেষ আপডেট ১১:১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 94
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসিফ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আসিফ ওই এলাকার নুর জামালের ছেলে। সন্ধ্যার সময় বাড়ির রান্নাঘরের সামনে বৈদ্যুতিক বাল্বের হোল্ডার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসেন সে। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
গ্রামের মানুষ জানায়, শান্ত স্বভাবের আসিফ পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজে সহযোগিতা করতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
































