ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 104

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

ওমরাহ ভিসার মেয়াদ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এখন থেকে তিন মাসের পরিবর্তে ওমরাহ ভিসা এক মাসের জন্য কার্যকর থাকবে। ১ নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নতুন বিধান অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মের পর শীত মৌসুমে পবিত্র মক্কা ও মদিনায় বিপুল সংখ্যক ওমরাহযাত্রী আগমন করবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের জুনের শুরু থেকে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যেই রেকর্ড চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে গেছেন। এই সংখ্যা গত বছরের পুরো মৌসুমের তুলনাতেও বেশি।

বিশ্লেষকদের মতে, ওমরাহ পালনের এই উল্লেখযোগ্য বৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি সফরের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

সর্বশেষ আপডেট ১০:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ওমরাহ ভিসার মেয়াদ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এখন থেকে তিন মাসের পরিবর্তে ওমরাহ ভিসা এক মাসের জন্য কার্যকর থাকবে। ১ নভেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নতুন বিধান অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মের পর শীত মৌসুমে পবিত্র মক্কা ও মদিনায় বিপুল সংখ্যক ওমরাহযাত্রী আগমন করবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের জুনের শুরু থেকে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যেই রেকর্ড চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে গেছেন। এই সংখ্যা গত বছরের পুরো মৌসুমের তুলনাতেও বেশি।

বিশ্লেষকদের মতে, ওমরাহ পালনের এই উল্লেখযোগ্য বৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি সফরের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়।