ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 96

আশুলিয়ায় বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে এক বিদেশি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে ৫৫ বছর বয়সী শ্রীলংকা নাগরিক। তিনি আশুলিয়ার ডিইপিজেডের তালিশমান লিমিটেড গার্মেন্টসে কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বিকেলে নিহতের বন্ধুরা ফোনে বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। পরে তারা তার ফ্ল্যাটে এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় আশেপাশের এলাকার মানুষও বাড়িতে ভিড় করেন।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশুলিয়ায় বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে এক বিদেশি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে ৫৫ বছর বয়সী শ্রীলংকা নাগরিক। তিনি আশুলিয়ার ডিইপিজেডের তালিশমান লিমিটেড গার্মেন্টসে কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বিকেলে নিহতের বন্ধুরা ফোনে বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। পরে তারা তার ফ্ল্যাটে এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় আশেপাশের এলাকার মানুষও বাড়িতে ভিড় করেন।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।