ট্রাইব্যুনালে সাবেক পুলিশ কমিশনার সাইফুল
- সর্বশেষ আপডেট ১১:১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 89
চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধ ও ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থাপন করা হয়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি নগরীর চান্দগাঁও থানার একটি মামলায় কারাগারে ছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দমন-পীড়ন, নিরীহ মানুষকে গ্রেপ্তার ও নির্যাতন, এবং চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার ঘটনায় প্রত্যক্ষ সম্পৃক্ততা। এছাড়াও আন্দোলনকালীন সময়ে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে শতাধিক ছাত্র-জনতাকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে।































