মালয়েশিয়া পাচারকালে ২৬ রোহিঙ্গা উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৮:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 70
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাতে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীরঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সাম্পান নৌকায় কয়েকজন রোহিঙ্গা মালয়েশিয়াগামী প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পায় কোস্ট গার্ড। পরে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ মোট ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কিছু মানবপাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন ও বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সাগরপথে পাচারের চেষ্টা চালাচ্ছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


































