৪০ বছরের পর জীবন নতুন রঙ পেয়েছে: বাঁধন
- সর্বশেষ আপডেট ১২:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 80
অভিনেত্রী আজমেরী হক বাঁধন বয়স নিয়ে কখনো লুকোছাপা করেননি। এবারও স্ব-গর্বে জানিয়েছেন, ৪১ পূর্ণ করে ৪২ বছরে পা রেখেছেন। জন্মদিনের বিশেষ মুহূর্তে তিনি নিজের জীবনের চড়াই-উতরাই ও অভিজ্ঞতা নিয়ে কিছু কথা জানিয়েছেন।
বাঁধন বলেন, ৪০ বছর পার করার পর তার জীবন একেবারে বদলে গেছে। তিনি ফেসবুকে লিখেছেন, “আজ আমার ৪২তম জন্মদিন। কী দারুণ যাত্রা! ৪০ পার করার পর জীবন যেন একেবারে বদলে গেল। একটি বেদনাদায়ক সম্পর্কের বিচ্ছেদ ও দেশের জুলাই আন্দোলনের পরের অস্থিরতা আমাকে গভীর বিষণ্নতায় ফেলে দিয়েছিল। ওটা ছিল আমার অসুস্থতা, কিন্তু এই দুই ঘটনা তা আরও গভীর করেছে।”

তিনি আরও জানান, “ওই সময় ১৭ কেজি ওজন বেড়ে গিয়েছিল। নিজেকে আমি যেন বন্দি মনে করতাম। শরীর ব্যথা করত, হাঁটুতে যন্ত্রণা, পিঠে টান, আর মনে ঘন কুয়াশার মতো দুঃখের মেঘ। অনেক দিন শুধু ছাদের দিকে তাকিয়ে ছিলাম ঘণ্টার পর ঘণ্টা।”
বাঁধন লিখেছেন, “কিন্তু পৃথিবী শেষ হয়ে যায়নি। আমি বেঁচে গেছি। একদিন একজন পরিচালকের ফোন কল আমার জীবন বদলে দেয়। সেই ফোন কল আমাকে পুনরায় উদ্যমী, আগুনে ভরা, জীবিত মনে করায়।”
তিনি বলেন, “এখন আমি প্রতিদিন ব্যায়াম করি। জীবনকে আবার জীবন্ত মনে করি। আমার চল্লিশের দশকটাই এখন পর্যন্ত জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় হয়ে উঠেছে। আমরা মানুষ, সুপারহিরো নই। আমরা ভাঙি, হোঁচট খাই, কষ্ট পাই, হারাই, আবার জোড়া লাগাই, উঠি ও বেঁচে থাকি।”
সবশেষে বাঁধন লিখেছেন, “আমি এখন আরও পরিণত, শান্ত ও সংযত। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে গভীরভাবে ভালোবাসি।”
বাঁধনের ক্যারিয়ারেও ৪০-এর পর বড় পরিবর্তন এসেছে। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন ঘটে, যা কান চলচ্চিত্র উৎসবে দেশের হয়ে ইতিহাস সৃষ্টি করে। এরপর সৃজিত মুখার্জীর ওয়েব সিরিজ ও বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্স মুভিতে অভিনয় করে তিনি নতুন দিকের দর্শকপ্রিয়তা অর্জন করেন।



































