ভুলভাবে অপপ্রচারের শিকার হয়েছি: সোহিনী সরকার
- সর্বশেষ আপডেট ০১:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 91
২০২৪ সালের বিতর্ক এখনও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অভিনেত্রী সোহিনী সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্কের জবাব দিয়েছেন। তিনি জানান, “আমি এই জন্মে মা হব না” বলে যে দাবি ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তার মতে, তার কথাগুলো বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। খবর আনন্দবাজার ডট কম।
২০২৪ সালে আরজি কর কাণ্ডের সময় শিক্ষা থেকে স্বাস্থ্য—সর্বত্র তোষামোদের নীতি নিয়ে সরব হয়েছিলেন সোহিনী সরকার। দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন, “আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এ রকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে।”
মন্তব্যের পর চারপাশ থেকে বিভিন্নভাবে আক্রমণের শিকার হন তিনি। সম্প্রতি, তৃণমূল মুখপাত্র তথা নবাগত অভিনেতা কুণাল ঘোষ আনন্দবাজার ডট কমকে বলেন, “যাঁরা শাসকদলকে ক্রমাগত কুকথা বলছেন, তাঁদের মধ্যেই প্রতিভার খোঁজ পাচ্ছেন। সোহিনী আরজি কর-কাণ্ডের সময় দুম করে বললেন, এই রাজ্য নাকি সন্তানের জন্ম দেওয়ার উপযুক্ত নয়। এর পরেও তাঁকে সমর্থন করতে হবে? দেব তাঁকেও ছবিতে নিলেন।”
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী সরকার স্পষ্ট জবাব দিয়েছেন, “আমি কি পাগল যে এমন কথা বলব? সিপিএম বা তৃণমূল বলে নয়, যে লঙ্কায় আসবে সে-ই রাবণ। শুধু বাংলা নয়, গোটা দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ কী? যদি সে কৃতী হয়, তাঁকে চাকরি বা পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ভাবতে হয়। অনেক ক্ষেত্রে তাঁদের রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।”
অভিনেত্রীর দাবি, তিনি শুধু শাসকদলকে বিঁধেননি, গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন। তিনি যোগ করেন, “বেমানান লিখে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমি নাকি বলেছি এই রাজ্যে মা হব না।”
মা হওয়া প্রসঙ্গে সোহিনী বলেন, “আমার যা বয়স, তাতে চাইলেই কাল মা হয়ে যাব—এমন নয়। অবশ্যই মা হতে চাই। তবে ঠিক কবে তা জানি না। পরিকল্পনা করে সব কিছু হয় না, হবেও না। প্রয়োজনে দত্তক নেওয়ার জন্যও আমি প্রস্তুত।”




































