বিয়ে করলেও বান্ধবীই রয়ে গেলেন সোনাক্ষী
- সর্বশেষ আপডেট ১২:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 97
বলিউডে এক দশকেরও বেশি সময় ধরে নানা রঙে নিজেকে মেলে ধরেছেন সোনাক্ষী সিনহা। ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে রাজ্জো চরিত্রে আত্মপ্রকাশের পর মুহূর্তেই তিনি জায়গা করে নেন দর্শকের হৃদয়ে। এরপর লুটেরা, আকিরা, নূর, ডাবল এক্সেল, দহাড়, হীরামণ্ডী-এর মতো বৈচিত্রময় সিনেমায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন শত্রুঘ্ন সিনহার কন্যা। এবার তার নতুন অভিযান ‘জটাধারা’–এ ছবির মাধ্যমে প্রথমবার তাকে তেলেগু ছবিতে দেখা যাবে।
১৫ বছর পরের নতুন উত্তেজনা, অভিনয়জীবনের ১৫ বছর পেরিয়ে, তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন। ভেঙ্কট কল্যাণ ও অভিষেক জয়সোয়াল পরিচালিত ‘জটাধারা’-কে তার জীবনের বিশেষ অধ্যায় বলে মনে করছেন তিনি।
ডেকন ক্রনিকল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “১৫ বছর পর নতুন করে আত্মপ্রকাশ করছি, তা–ও তেলেগু ছবিতে, আমার কাছে এটা বিশেষ অনুভূতি। ‘দাবাং’ মুক্তির সময় যেমন উত্তেজনা আর টান অনুভব করেছিলাম, এখন ঠিক তেমনই লাগছে। ‘জটাধারা’ যেন আমাকে ফিরিয়ে নিয়ে গেছে সেই প্রথম দিনের অনুভূতিতে। নিজেকে আবার নবাগত মনে হচ্ছে।”
তিনি আরও বলেন, “এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। নির্মাতারা আমাকে এমন চরিত্রে ভেবেছেন, এটা আমার জন্য গর্বের। জানতাম আমার মধ্যে এমন শক্তিশালী, ভয়ংকর চরিত্রে অভিনয়ের সামর্থ্য আছে। আশা করি, এবার সত্যিই দর্শকদের ভয় দেখাতে পারব।”
২০২৪ সালের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। বিয়ের পরের জীবনের প্রসঙ্গে তিনি বলেন, “বিয়ে আমার জীবন খুব একটা বদলায়নি। এখনো নিজেকে জাহিরের বান্ধবী বলেই ভাবি, স্ত্রী নয়; আর সেটা দারুণ লাগে। একটাই পার্থক্য, মা-বাবার বাসার বদলে এখন ওর সঙ্গে থাকি। বিয়ের আগে যেমন কাজ করতাম, এখনো তেমনই করছি। বরং জীবন আরও সুন্দর হয়ে উঠেছে। এমন একজন সঙ্গী পেয়েছি, যার সঙ্গে জীবনের খুটিনাটি ভাগ করতে পারি। জাহির আমার জীবনের সবচেয়ে বড় সমর্থন আর শক্তি। ছোট ছোট বিষয়েও ওর পরামর্শ নিই, যদিও কখনো কখনো একটু স্বাধীনচেতা হওয়াও দরকার।”






































