ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: মাহফুজ আলমের মন্তব্যে বিভ্রান্তি তৈরি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 83

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: মাহফুজ আলমের মন্তব্যে বিভ্রান্তি তৈরি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মন্তব্য করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হবে এবং সরকারের নীতি-সংস্কার প্রণয়নের কাজও দ্রুত শেষ হবে।

কিন্তু অন্তর্বর্তী সরকার আজ (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয়। সরকারের গৃহীত নীতি-সংস্কার প্রণয়ন ও বাস্তবায়ন কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো পরিকল্পনা নেই, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। সরকারের গৃহীত নীতি-সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করতে হবে—এটি সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।”

এর আগে ২৬ অক্টোবর বিকেলে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজ আলম সরকারের নীতি-সংস্কার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি প্রস্তাব বাস্তবায়নের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এগুলো বড় কিছু নয়, তবে সময়সীমা কম। নভেম্বরের পরে ক্যাবিনেট মিটিং আর হবে না, তাই তখন এগুলো করা সম্ভব হবে না।”

উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: মাহফুজ আলমের মন্তব্যে বিভ্রান্তি তৈরি

সর্বশেষ আপডেট ০২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মন্তব্য করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হবে এবং সরকারের নীতি-সংস্কার প্রণয়নের কাজও দ্রুত শেষ হবে।

কিন্তু অন্তর্বর্তী সরকার আজ (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয়। সরকারের গৃহীত নীতি-সংস্কার প্রণয়ন ও বাস্তবায়ন কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো পরিকল্পনা নেই, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। সরকারের গৃহীত নীতি-সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করতে হবে—এটি সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।”

এর আগে ২৬ অক্টোবর বিকেলে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজ আলম সরকারের নীতি-সংস্কার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি প্রস্তাব বাস্তবায়নের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এগুলো বড় কিছু নয়, তবে সময়সীমা কম। নভেম্বরের পরে ক্যাবিনেট মিটিং আর হবে না, তাই তখন এগুলো করা সম্ভব হবে না।”

উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।