ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 89

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের সহযোগী আজিজুল ইসলাম আজিজকে ভারতের সীমান্তে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৬ অক্টোবর) রাত ৯টায় ইমিগ্রেশন পুলিশ এবং চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে আজিজকে আটক করা হয়। ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান জানিয়েছেন, স্থানীয় থানা পুলিশের সহায়তায় আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজি সংক্রান্ত মামলায় আজিজকে সোমবার আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।

তদন্তে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আজিজসহ তার সহযোগীরা এরশাদ গ্রুপের তেজগাঁও গোডাউন থেকে বিপুল মালামাল লুট এবং মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন। এই ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ।

আজিজের নারায়ণগঞ্জে শিল্পগ্রুপের (এরশাদ গ্রুপ) রড তৈরির কারখানার সঙ্গে লুটপাট ও মেশিনারিজ দখলের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এবি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা নিয়ে কারখানা দখল নিতে এরশাদ গ্রুপের চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে শামীম ওসমান, আজিজ ও তাদের সহযোগীরা কারখানায় লুটপাট চালান।

এই ঘটনার মাধ্যমে আজিজকে গ্রেপ্তার করা তার অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের সহযোগী আজিজুল ইসলাম আজিজকে ভারতের সীমান্তে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৬ অক্টোবর) রাত ৯টায় ইমিগ্রেশন পুলিশ এবং চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে আজিজকে আটক করা হয়। ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান জানিয়েছেন, স্থানীয় থানা পুলিশের সহায়তায় আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজি সংক্রান্ত মামলায় আজিজকে সোমবার আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।

তদন্তে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আজিজসহ তার সহযোগীরা এরশাদ গ্রুপের তেজগাঁও গোডাউন থেকে বিপুল মালামাল লুট এবং মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন। এই ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ।

আজিজের নারায়ণগঞ্জে শিল্পগ্রুপের (এরশাদ গ্রুপ) রড তৈরির কারখানার সঙ্গে লুটপাট ও মেশিনারিজ দখলের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এবি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা নিয়ে কারখানা দখল নিতে এরশাদ গ্রুপের চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে শামীম ওসমান, আজিজ ও তাদের সহযোগীরা কারখানায় লুটপাট চালান।

এই ঘটনার মাধ্যমে আজিজকে গ্রেপ্তার করা তার অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।