ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রো দূর্ঘটনায় নিহত আজাদ জবি শিক্ষার্থী, মৃত্যুর আগে শেষ স্ট্যাটাস

নিজস্ব প্রতিবদেক, জবি
  • সর্বশেষ আপডেট ০৯:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 250

নিহত আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদ (৩৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। এর মধ্যেই মেট্রোরেল সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মৃত্যুর আগে ফেসবুক আইডিতে দেয়া শেষ স্ট্যাটাসে আজাদ লিখেছিলেন- ‘ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’

মৃত্যুর আগে শেষ স্ট্যাটাস
মৃত্যুর আগে শেষ স্ট্যাটাস

‎জানা যায়, নিহত আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম জলিল চাকদার এবং মা হনুফা বেগম। তিনি ট্রাভেল এজেন্টে এয়ার টিকিট বিক্রির কাজ করতেন। আজাদের তিন ও চার বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে। বাবা নিথর দেহটি দূর থেকে দেখেই কান্নায় ভেঙে পড়ে সন্তানরা।

এদিকে ভুক্তভোগী পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেট্রো দূর্ঘটনায় নিহত আজাদ জবি শিক্ষার্থী, মৃত্যুর আগে শেষ স্ট্যাটাস

সর্বশেষ আপডেট ০৯:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদ (৩৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। এর মধ্যেই মেট্রোরেল সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মৃত্যুর আগে ফেসবুক আইডিতে দেয়া শেষ স্ট্যাটাসে আজাদ লিখেছিলেন- ‘ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’

মৃত্যুর আগে শেষ স্ট্যাটাস
মৃত্যুর আগে শেষ স্ট্যাটাস

‎জানা যায়, নিহত আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম জলিল চাকদার এবং মা হনুফা বেগম। তিনি ট্রাভেল এজেন্টে এয়ার টিকিট বিক্রির কাজ করতেন। আজাদের তিন ও চার বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে। বাবা নিথর দেহটি দূর থেকে দেখেই কান্নায় ভেঙে পড়ে সন্তানরা।

এদিকে ভুক্তভোগী পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।