ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 144

ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী অপহরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজ শেষে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি মিছিল নিয়ে স্টেশন রোডে সমবেত হন। পরে তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। এতে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা মুফতি মুহিবুল্লাহ মাদানীকে অপহরণের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও হিন্দু সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাকসুদুল করিম। এছাড়া বক্তব্য দেন মুফতি মুহিবুল্লাহ মাদানী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ সুমন, মাওলানা সামসুদ্দিন খন্দকারসহ অন্যান্য স্থানীয় নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ০৮:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী অপহরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজ শেষে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি মিছিল নিয়ে স্টেশন রোডে সমবেত হন। পরে তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। এতে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা মুফতি মুহিবুল্লাহ মাদানীকে অপহরণের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও হিন্দু সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাকসুদুল করিম। এছাড়া বক্তব্য দেন মুফতি মুহিবুল্লাহ মাদানী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ সুমন, মাওলানা সামসুদ্দিন খন্দকারসহ অন্যান্য স্থানীয় নেতারা।