ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই উপদেষ্টাকে সেপ্টেম্বরেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 126

দুই উপদেষ্টাকে সেপ্টেম্বরেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে তারা কিছুটা সময় চেয়ে নেন। সংশ্লিষ্ট দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাহফুজ আলম এখন পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেননি। তিনি সরকারে থেকেই দায়িত্ব চালিয়ে যেতে চান। অন্যদিকে, আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগের কথা ভাবছেন, যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তাদের দুজনের সঙ্গেই এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অপরদিকে, মাহফুজ আলম ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, “দুই মাস ধরে আমি অনিশ্চয়তায় আছি—আমি কখন নামব, তা জানি না।”

২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৩ জন, যাদের মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধি।

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তিনটি রাজনৈতিক দল। বিএনপি, জামায়াত ও এনসিপি সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেও কয়েকটি দল প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানিয়েছিল।

এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে ‘দলীয়’ বা ‘বিতর্কিত’ উপদেষ্টাদের অপসারণের দাবি জানানো হয়েছে। ফলে কেউ কেউ স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই উপদেষ্টাকে সেপ্টেম্বরেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল

সর্বশেষ আপডেট ০৩:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে তারা কিছুটা সময় চেয়ে নেন। সংশ্লিষ্ট দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাহফুজ আলম এখন পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেননি। তিনি সরকারে থেকেই দায়িত্ব চালিয়ে যেতে চান। অন্যদিকে, আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগের কথা ভাবছেন, যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তাদের দুজনের সঙ্গেই এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অপরদিকে, মাহফুজ আলম ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, “দুই মাস ধরে আমি অনিশ্চয়তায় আছি—আমি কখন নামব, তা জানি না।”

২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৩ জন, যাদের মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধি।

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তিনটি রাজনৈতিক দল। বিএনপি, জামায়াত ও এনসিপি সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেও কয়েকটি দল প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানিয়েছিল।

এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে ‘দলীয়’ বা ‘বিতর্কিত’ উপদেষ্টাদের অপসারণের দাবি জানানো হয়েছে। ফলে কেউ কেউ স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।