ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে অ্যাপলের নতুন ভিশন প্রো

তথ্য প্রযুক্তি ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 78

অ্যাপলের নতুন ভিশন প্রো। ছবি: সংগৃহীত

সম্প্রতি অ্যাপল তাদের ভিশন প্রো হেডসেটের একটি নতুন সংস্করণ বাজারে এনেছে, যেটিতে রয়েছে নতুন এম৫ চিপ। অ্যাপল দাবি করেছে, নতুন মডেলটি পুরোনো মডেলের তুলনায় ডিসপ্লের রেন্ডারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাজে ভালো পারফরম্যান্স দিবে।

নতুন এই মডেলে আছে ভিশনওএস ২৬, যেটিতে স্পেশাল উইজেট এবং অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে নতুন কিছু ভাষা যোগ করা হয়েছে। যার ফলে ব্যবহারকারিরা নিজেদের পছন্দ মতো ভাষা ব্যাবহার করতে পারবে। এছাড়া, হেডসেটটিতে একটি নতুন ডুয়াল নিট ব্যান্ড রয়েছে, যা ব্যবহারে খুবই সহজ এবং আরামদায়ক হবে বলে জানিয়েছে অ্যাপল।

অ্যাপলের মতে, এম৫ চিপ অ্যাপ্লিকেশনগুলো দ্রুত লোড করতে পারে এবং গেমিংয়ের জন্য হার্ডওয়্যার-এক্সিলারেটেড রে ট্রেসিং সমর্থন করে। এই হেডসেট পুরোনো মডেলের তুলনায় ১০% বেশি পিক্সেল রেন্ডার করতে পারে, ফলে টেক্সট আর ছবি আরও স্পষ্ট দেখায়। ব্যাটারি লাইফ সাধারণ ব্যবহারে আড়াই ঘণ্টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে অ্যাপল।

ভিশন প্রো হেডসেটে অ্যাপ স্টোরের মাধ্যমে ১০ লাখের বেশি অ্যাপ ব্যবহার করা যায় এবং এটি স্ট্রিমিং সার্ভিসের কনটেন্ট ১০০ ফুট চওড়া স্ক্রিনে দেখাতে পারে। আপাতত ডিভাইসটি ক্রয় করতে হলে প্রি-অর্ডার করতে হবে, যার দাম শুরু হচ্ছে ৩,৪৯৯ ডলার থেকে এবং তারা ক্রেতাদের জন্য স্টোরেজ অপশন রেখেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজারে অ্যাপলের নতুন ভিশন প্রো

সর্বশেষ আপডেট ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সম্প্রতি অ্যাপল তাদের ভিশন প্রো হেডসেটের একটি নতুন সংস্করণ বাজারে এনেছে, যেটিতে রয়েছে নতুন এম৫ চিপ। অ্যাপল দাবি করেছে, নতুন মডেলটি পুরোনো মডেলের তুলনায় ডিসপ্লের রেন্ডারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাজে ভালো পারফরম্যান্স দিবে।

নতুন এই মডেলে আছে ভিশনওএস ২৬, যেটিতে স্পেশাল উইজেট এবং অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে নতুন কিছু ভাষা যোগ করা হয়েছে। যার ফলে ব্যবহারকারিরা নিজেদের পছন্দ মতো ভাষা ব্যাবহার করতে পারবে। এছাড়া, হেডসেটটিতে একটি নতুন ডুয়াল নিট ব্যান্ড রয়েছে, যা ব্যবহারে খুবই সহজ এবং আরামদায়ক হবে বলে জানিয়েছে অ্যাপল।

অ্যাপলের মতে, এম৫ চিপ অ্যাপ্লিকেশনগুলো দ্রুত লোড করতে পারে এবং গেমিংয়ের জন্য হার্ডওয়্যার-এক্সিলারেটেড রে ট্রেসিং সমর্থন করে। এই হেডসেট পুরোনো মডেলের তুলনায় ১০% বেশি পিক্সেল রেন্ডার করতে পারে, ফলে টেক্সট আর ছবি আরও স্পষ্ট দেখায়। ব্যাটারি লাইফ সাধারণ ব্যবহারে আড়াই ঘণ্টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে অ্যাপল।

ভিশন প্রো হেডসেটে অ্যাপ স্টোরের মাধ্যমে ১০ লাখের বেশি অ্যাপ ব্যবহার করা যায় এবং এটি স্ট্রিমিং সার্ভিসের কনটেন্ট ১০০ ফুট চওড়া স্ক্রিনে দেখাতে পারে। আপাতত ডিভাইসটি ক্রয় করতে হলে প্রি-অর্ডার করতে হবে, যার দাম শুরু হচ্ছে ৩,৪৯৯ ডলার থেকে এবং তারা ক্রেতাদের জন্য স্টোরেজ অপশন রেখেছে।