শিরোনাম
রায়পুরায় যানজট নিরসনে মোবাইল কোর্ট ও জরিমানা
নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
- সর্বশেষ আপডেট ০৮:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 162
নরসিংদীর রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুর রেলগেইট সংলগ্ন সড়কে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১০টি মামলায় মোট ৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমমুন পাল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি রাস্তার পাশে স্থাপিত দোকান ও অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) মুমমুন পাল জানান, “যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।


































