ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থীকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 131

বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের ছাত্র শ্রীশান্ত রায়কে সহপাঠীকে ধর্ষণ এবং ধর্মীয় অবমাননার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার মডেল থানার ওসি সৈয়দ আশরাফুজ্জামান।

মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে অভিযুক্ত ছাত্রকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বুয়েট কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।

অভিযুক্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ‘রেডিট’ প্ল্যাটফর্মে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর এবং সহপাঠীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমে বিক্ষোভ করেন।

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাইয়াজ ফেসবুকে জানান, অভিযুক্ত শিক্ষার্থী পাঁচ মাস ধরে ক্যাম্পাসে মুসলিম নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ম নিয়ে কটূক্তি করেছে। তিনি উল্লেখ করেন, “বুয়েটে গতকাল ও আজকেও মিছিল হয়েছে, কিন্তু এমন গুরুতর ঘটনায় শুধু বিশ্ববিদ্যালয় শাস্তি যথেষ্ট নয়, দেশের আইনশৃঙ্খলা বাহিনীরও পদক্ষেপ জরুরি।”

পরবর্তী ঘটনায় দেখা যায়, ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে শ্রীশান্ত রায়কে পুলিশ আহসানুল্লাহ হল থেকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থীকে কারাগারে প্রেরণ

সর্বশেষ আপডেট ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের ছাত্র শ্রীশান্ত রায়কে সহপাঠীকে ধর্ষণ এবং ধর্মীয় অবমাননার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার মডেল থানার ওসি সৈয়দ আশরাফুজ্জামান।

মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে অভিযুক্ত ছাত্রকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বুয়েট কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।

অভিযুক্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ‘রেডিট’ প্ল্যাটফর্মে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর এবং সহপাঠীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমে বিক্ষোভ করেন।

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাইয়াজ ফেসবুকে জানান, অভিযুক্ত শিক্ষার্থী পাঁচ মাস ধরে ক্যাম্পাসে মুসলিম নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ম নিয়ে কটূক্তি করেছে। তিনি উল্লেখ করেন, “বুয়েটে গতকাল ও আজকেও মিছিল হয়েছে, কিন্তু এমন গুরুতর ঘটনায় শুধু বিশ্ববিদ্যালয় শাস্তি যথেষ্ট নয়, দেশের আইনশৃঙ্খলা বাহিনীরও পদক্ষেপ জরুরি।”

পরবর্তী ঘটনায় দেখা যায়, ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে শ্রীশান্ত রায়কে পুলিশ আহসানুল্লাহ হল থেকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে।