সিলেটে নদী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি
- সর্বশেষ আপডেট ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 100
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাবরী নদী থেকে একটি পরিত্যক্ত রাইফেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, বাউরভাগ মৌল্লিফৌদ এলাকার সাবরী নদী থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ জানায়, নদীতে গোসল করতে নামে স্থানীয় কিশোর তাসিম হোসেন (১৬)। নদীতে নামার কিছুক্ষণ পর তার পায়ের সঙ্গে ধাতব কিছু লেগে যায়। পানি থেকে সেটি তুলে দেখে, এটি একটি রাইফেল।
ঘটনার খোঁজ পেয়ে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীর পাড় থেকে রাইফেলটি উদ্ধার করে। তল্লাশির সময় রাইফেলের সঙ্গে একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বর্তমানে থানায় সংরক্ষিত আছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রাইফেলটি মুক্তিযুদ্ধকালীন সময়ের নাকি পরবর্তী সময়ের, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


































