বাবার স্বপ্নপূরণের পথে রোনালদো জুনিয়র, ডাক পেলেন পর্তুগালের দলে
- সর্বশেষ আপডেট ০৩:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 144
পর্তুগালের হয়ে ইতিহাস গড়া ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ক্যারিয়ারের শেষ প্রান্তে, তখন তার ছেলেও ধীরে ধীরে পা ফেলছে জাতীয় দলের পথে। এবার সেই পথে যুক্ত হলো নতুন এক মাইলফলক।
প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন রোনালদোর পুত্র। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (FPF) ২০২৫ ফেডারেশনস কাপকে সামনে রেখে ২২ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে ২০ জন খেলোয়াড় পর্তুগিজ ক্লাবগুলোর একাডেমি থেকে নেওয়া, আর বাকি দু’জন হলেন সৌদি আরবের আল নাসরের একাডেমির রোনালদো জুনিয়র এবং ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসির খেলোয়াড় কাউয়া আরাউজো।
এই আন্তর্জাতিক যুব টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তুরস্কের আন্তালিয়ায়, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। উদীয়মান ফুটবল প্রতিভাদের মঞ্চ হিসেবে পরিচিত এই প্রতিযোগিতার সব ম্যাচ হবে এমিরহান স্পোর্টস সেন্টারে।
গ্রুপপর্বে পর্তুগাল খেলবে স্বাগতিক তুরস্ক, ওয়েলস এবং ইংল্যান্ডের বিপক্ষে। তাদের প্রথম ম্যাচ ৩০ অক্টোবর তুরস্কের বিপক্ষে, এরপর ১ নভেম্বর ওয়েলসের বিপক্ষে, আর গ্রুপের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
পর্তুগালে রোনালদো জুনিয়র বেশি পরিচিত ‘ক্রিস্টিয়ানিনহো’ নামে। আগেও তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়েছিলেন। বাবার মতো তিনিও পরেন বিখ্যাত নম্বর ৭ জার্সি এবং খেলেন উইঙ্গার পজিশনে।
গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে পর্তুগাল যুব দলে অংশ নেন রোনালদো জুনিয়র। যদিও শুরুতে গোল পাননি, তবে ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে ৩-২ ব্যবধানে শিরোপা জেতান তিনি।
বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। এর আগে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের যুব একাডেমিতেও।





































