দীঘিনালাতে উৎসবমুখর পরিবেশে কালীপূজা উদযাপিত
- সর্বশেষ আপডেট ০২:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 166
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী কালীপূজা সারা দেশের ন্যায় খাগড়াছড়ির দীঘিনালাতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দীঘিনালা উপজেলার বিভিন্ন মন্দির, বাড়ি ও পূজামণ্ডপে দেবী কালীকে আহ্বান জানিয়ে শুরু হয় পূজা অর্চনা। ‘জয় মা কালী মা!’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।
মোমবাতি, ফেস্টুন, আতশবাজি, আলোকসজ্জা ও ফুলের সাজে সাজানো হয় প্রতিটি মণ্ডপ। নারিকেল, ফল ও মিষ্টান্ন খিচুড়ি নিবেদনসহ ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় পূজার্চনা। ভক্তরা দেবীর কাছে পার্থিব সুখ, শান্তি ও অকল্যাণ নাশের প্রার্থনা করেন।
পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পূজার সময় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও আনসার সদস্যরা টহল ও নজরদারি চালান।
দীঘিনালা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃদুল সেন বলেন, “কালীপূজা আমাদের ধর্মীয় ঐতিহ্যের অংশ। শান্তিপূর্ণভাবে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যে আমরা প্রস্তুত ছিলাম। সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করতে পারে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।”
চাঁদের আলোয় আলোকিত দীঘিনালার রাত ভরে ওঠে ভক্তদের আরতি ও ঢাক-ঢোলের ধ্বনিতে। ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয় এবারের কালীপূজা।
































