একাদশে চার স্পিনার
সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০১:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 146
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।
গত ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মিরপুরের কালো উইকেট। দ্বিতীয় ম্যাচেও স্পিন-বোলিং সুবিধা নিতে মিরাজের দল একই পরিকল্পনা নিয়েছে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তিন স্পিনার দিয়ে খেলেছিল, পেসার ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
দ্বিতীয় ম্যাচের আগেও মাঠে কালো পিচ দেখা গেছে। যদিও গত ম্যাচের তুলনায় আজ উইকেট কিছুটা হালকা। সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত করা হয় স্পিনার নাসুম আহমেদকে, এবং দ্বিতীয় ওয়ানডেতে তাকে একাদশে রাখা হয়েছে। তার জায়গায় বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশের একাদশে চারজন স্পিনার এবং একজন পেসার মুস্তাফিজুর রহমান খেলছেন।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে, আকিল হোসেন।



































