ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘রেললাইন স্থাপনের দাবি লক্ষ্মীপুরের ২৫ লাখ মানুষের’

নিজস্ব প্রতিবদেক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৬:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 81

বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. রেজাউল করিম। ছবি: প্রতিনিধি

‎লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবি এখন জেলার ২৫ লাখ মানুষের বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. রেজাউল করিম। রোববার (১৯ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎রেজাউল করিম বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে তিনটি জেলা অনুন্নত। সেই তিনটির মধ্যে লক্ষ্মীপুর একটি। এটি জেলার রাজনীতিবিদ, এমপি-মন্ত্রী ও জনপ্রতিনিধি হিসেবে লজ্জাজনক। এ দায় গণমাধ্যম কর্মীরাও এড়াতে পারবে না। জেলায় রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে, কৃষিপণ্য পরিবহণ সহজ হবে, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইতোমধ্যে জেলায় রেললাইন স্থাপনের জন্য জামায়াতের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। রেলমন্ত্রনালয় সহ রেল উপদেষ্ঠার কাছে ২৫ কোটি মানুষের এ দাবী তুলে ধরা হবে।

‎জেলার সড়ক যোগাযোগের বেহাল দশার জন্য অদৃশ্য শক্তিদকে দায়ী করে রেজাউল করিম বলেন, বেগমগঞ্জ থেকে চাঁদপুর বর্ডার পর্যন্ত ঢাকা- লক্ষ্মীপুর সড়কটি ফোর লাইন হওয়ার জন্য তিন বার টেন্ডার হলেও অদৃশ্য শক্তির ইঙ্গিতে কার্যক্রম বন্ধ রয়েছে। সড়কটি দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিতে সচিবালয়ের সাথে জামায়াতে ইসলামী কাজ করেছে।

‎এসময় সম্মৃদ্ধ অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের কল্যানের জন্য রেললাইন স্থাপনে সরকারের প্রতি জোরদাবী জানান তিনি।

‎এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন, সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘রেললাইন স্থাপনের দাবি লক্ষ্মীপুরের ২৫ লাখ মানুষের’

সর্বশেষ আপডেট ০৬:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

‎লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবি এখন জেলার ২৫ লাখ মানুষের বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. রেজাউল করিম। রোববার (১৯ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎রেজাউল করিম বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে তিনটি জেলা অনুন্নত। সেই তিনটির মধ্যে লক্ষ্মীপুর একটি। এটি জেলার রাজনীতিবিদ, এমপি-মন্ত্রী ও জনপ্রতিনিধি হিসেবে লজ্জাজনক। এ দায় গণমাধ্যম কর্মীরাও এড়াতে পারবে না। জেলায় রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে, কৃষিপণ্য পরিবহণ সহজ হবে, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইতোমধ্যে জেলায় রেললাইন স্থাপনের জন্য জামায়াতের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। রেলমন্ত্রনালয় সহ রেল উপদেষ্ঠার কাছে ২৫ কোটি মানুষের এ দাবী তুলে ধরা হবে।

‎জেলার সড়ক যোগাযোগের বেহাল দশার জন্য অদৃশ্য শক্তিদকে দায়ী করে রেজাউল করিম বলেন, বেগমগঞ্জ থেকে চাঁদপুর বর্ডার পর্যন্ত ঢাকা- লক্ষ্মীপুর সড়কটি ফোর লাইন হওয়ার জন্য তিন বার টেন্ডার হলেও অদৃশ্য শক্তির ইঙ্গিতে কার্যক্রম বন্ধ রয়েছে। সড়কটি দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিতে সচিবালয়ের সাথে জামায়াতে ইসলামী কাজ করেছে।

‎এসময় সম্মৃদ্ধ অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের কল্যানের জন্য রেললাইন স্থাপনে সরকারের প্রতি জোরদাবী জানান তিনি।

‎এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন, সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।