ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ১২:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 156

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষ শুরু হয় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে এবং রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা সদরের হালুয়াপাড়া ও ছোট দেওয়ানপাড়ার মধ্যে চলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার, পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকালে সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মাঠের পুকুরে গোসল করতে গেলে হালুয়াপাড়া এলাকার তায়িন নামে এক যুবকের সঙ্গে ছোট দেওয়ানপাড়ার শাকিল ও শিপন নামে দুই যুবকের জলছিটে নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাকিল ও শিপন তায়িনকে মারধর করেন।

এই ঘটনার খবর পেয়ে হালুয়াপাড়া ও ছোট দেওয়ানপাড়ার লোকজন দুই দলে বিভক্ত হয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৪০ জন আহত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাবাহিনীকে তৎপর করা হয়। পরে সংঘর্ষ শিথিল হয়। পুনরায় কোনো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

সর্বশেষ আপডেট ১২:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষ শুরু হয় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে এবং রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা সদরের হালুয়াপাড়া ও ছোট দেওয়ানপাড়ার মধ্যে চলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার, পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকালে সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মাঠের পুকুরে গোসল করতে গেলে হালুয়াপাড়া এলাকার তায়িন নামে এক যুবকের সঙ্গে ছোট দেওয়ানপাড়ার শাকিল ও শিপন নামে দুই যুবকের জলছিটে নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাকিল ও শিপন তায়িনকে মারধর করেন।

এই ঘটনার খবর পেয়ে হালুয়াপাড়া ও ছোট দেওয়ানপাড়ার লোকজন দুই দলে বিভক্ত হয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৪০ জন আহত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাবাহিনীকে তৎপর করা হয়। পরে সংঘর্ষ শিথিল হয়। পুনরায় কোনো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।