আজ থেকে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ
- সর্বশেষ আপডেট ১০:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 132
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার দুপুর দেড়টায় শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরেই।
সাম্প্রতিক সময়ে টানা ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন টিম টাইগার্স। বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ে দশম স্থানে থাকা বাংলাদেশ ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেও এই সিরিজে ভালো পারফরম্যান্স করতে চাইছে।
তবে ঘরের মাঠে সবসময়ই স্বস্তিতে থাকে বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এছাড়া ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর স্মৃতিও আত্মবিশ্বাস জোগাবে দলকে। যদিও মোট মুখোমুখি লড়াইয়ে এখনও এগিয়ে আছে ক্যারিবীয়রা—৪৭ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২৪টিতে, বাংলাদেশ ২১টিতে; বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
মিরপুরের ধীরগতির উইকেটে বাংলাদেশ বরাবরই সুবিধা পেয়ে থাকে। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজও সাম্প্রতিক সময়ে ছন্দে নেই। সব মিলিয়ে সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ।
দলে খুব বেশি পরিবর্তন আসেনি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন সৌম্য সরকার। আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও পেসার নাহিদ রানা।
বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।



































