ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, ব্রাজিলের অবস্থান নেমে গেছে
- সর্বশেষ আপডেট ০৮:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 142
অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে, দুটিই হংকংয়ের বিপক্ষে। নিজের মাঠে হারলেও হংকং থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ। ফিফার আজ প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এক ধাপ উন্নতি পেয়েছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও একটি ধাপ উন্নতি করেছে। অন্যদিকে প্রীতি ম্যাচে জাপানের কাছে হারের প্রভাব পড়েছে ব্রাজিলের র্যাংকিংয়ে, যা এক ধাপ নিচে নেমেছে।
সেপ্টেম্বর উইন্ডোর পর ফিফা ১৮ সেপ্টেম্বর র্যাংকিং প্রকাশ করেছিল, যেখানে বাংলাদেশ ১৮৪তম অবস্থানে ছিল। আজকের হালনাগাদ র্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট কিছুটা কমলেও, সেপ্টেম্বরে ১৮৩তম অবস্থানে থাকা ব্রুনাই খারাপ পারফরম্যান্সের কারণে এক ধাপ উপরে উঠে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩তম।
২০২৫ সালে ফিফার পরবর্তী উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে। বাফুফে চেষ্টা করছে তার আগে হোমে আরেকটি প্রীতি ম্যাচ আয়োজনের। ওই দুই ম্যাচে জয় পেলে বাংলাদেশের র্যাংকিং আরও বৃদ্ধি পাবে।
শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর্জেন্টিনা এক ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে এবং ফ্রান্স এক ধাপ অবনতি হয়ে তৃতীয় স্থানে নেমেছে। ব্রাজিল সাতে নেমে গেছে, ছয় নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস। ইতালি এক ধাপ উন্নতি করে নবম স্থানে এবং জার্মানি দুই ধাপ উন্নতি করে শীর্ষ দশে ফিরে এসেছে (১০ নম্বর)। শীর্ষ দশের বাকিরা হলো—ইংল্যান্ড (৪), পর্তুগাল (৫), বেলজিয়াম (৮)।
এশিয়ার মধ্যে জাপান সর্বোচ্চ অবস্থানে (১৯)। ভারত দুই ধাপ নেমে ১৩৬তম অবস্থানে অবস্থান করছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পাওয়া হংকং দুই ধাপ নিচে নেমে ১৪৬তম স্থানে এসেছে। একই গ্রুপের আরেক দল সিঙ্গাপুর, ভারতের কাছে জয়ের কারণে তিন ধাপ উন্নতি করে ১৫৫তম স্থানে আছে।































