পুলিশের লাঠিচার্জে আহত ১০ জুলাই যোদ্ধা ঢামেকে ভর্তি
- সর্বশেষ আপডেট ০৬:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 147
পুলিশের লাঠিচার্জে আহত ১০ জন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার পর আহতদের ঢামেক হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে রয়েছেন সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।
আহত আতিকুল গাজী জানান, তিনি উত্তরা এলাকায় থাকেন। “আজ জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের বিরোধিতা জানাতে আমরা মানিক মিয়া এভিনিউতে যাই। সেখান থেকে আমাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। হঠাৎ এলোপাতাড়ি মারধরে আমরা আহত হই।”
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ গুরুতর আহত নন।”
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্ধ আন্দোলনকারী সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিরাপত্তা বেষ্টনী ভেঙে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ ও অতিথিদের নির্ধারিত স্থানে বসে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সনদ প্রণয়নের সময় তাদের মতামত নেয়া হয়নি। তারা জানান, ঘোষণাপত্রের মতোই এই সনদেও আইনি ভিত্তি নেই এবং এতে জুলাই আন্দোলনের কর্মীদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।
































