চট্টগ্রামের কারখানায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে
- সর্বশেষ আপডেট ১২:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 124
প্রায় ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি টেক্সটাইল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টার পর সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ধোঁয়া ও ছিটেফোঁটা আগুন এখনও দেখা যাচ্ছে। আগুনে আটতলা বিশিষ্ট ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার ভবনটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
চিকিৎসাসেবায় ব্যবহৃত পোশাক ও সরঞ্জামের জন্য প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগেছে। আগুন প্রথমে অষ্টম তলায় ধরতে শুরু করে দ্রুত সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।
চট্টগ্রামের বিভিন্ন স্টেশন থেকে ২৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতার কারণে কাজ ধীরগতিতে চলেছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও সহযোগিতা করেছে। একপর্যায়ে ভবনের কিছু অংশ ধসে পড়লেও আশপাশের ভবনে আগুন ছড়ায়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, দীর্ঘ সময়ের প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের ভেতরে এখনও নির্বাপণের কাজ চলছে। আগুনের সঠিক উৎস ও কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।





































