পেছাল শাহবাগ ব্লকেড কর্মসূচি, দাবিতে অনড় শিক্ষকরা
- সর্বশেষ আপডেট ০২:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 101
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি জানিয়েছেন, শিক্ষকদের আন্দোলন এখন সফলতার দিকে এগোচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তিনি ঘোষণা দেন, যে দিন শাহবাগে হওয়া ব্লকেড কর্মসূচি পেছানো হয়েছে।
তিনি বলেন, শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ প্রদানের তিন দফা দাবিতে কোনো ছাড় দেওয়া হবে না।
দেলোয়ার হোসেন আজীজি জানান, ব্লকেড কর্মসূচি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতারা শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য শহীদ মিনারে আসবেন। তাই কর্মসূচি পেছানো হয়েছে।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে এবং সরকার সেগুলো মানছে না। তারা বলছেন, যদি আজ দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না আসে, তাহলে শাহবাগ অবরোধ কার্যক্রম চালানো হবে। তবে শিক্ষকেরা সরকারকে সহযোগিতা করছে, কিন্তু যদি তা দুর্বলতা হিসেবে দেখা হয়, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। আন্দোলন আরও কঠোর পর্যায়ে যাবে।
শিক্ষকদের তিন দফা দাবি হলো: মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।


































