শিরোনাম
কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:১৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 123
রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম তাসলিমা আক্তার।
বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, কলাবাগান এলাকায় স্ত্রী হত্যার পর পলাতক থাকা নজরুল ইসলামকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য জানাতে আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থেকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনার পেছনের কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





































