ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের দিনে গণভোটের সুযোগ নেই: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৭:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 73

জাতীয় নির্বাচনের দিনে গণভোটের সুযোগ নেই: পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজন করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেছেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না, তারাই গণভোটের নামে সময়ক্ষেপণ করছে। তার মতে, এই মহল ভোট ছিনতাই ও একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ১১টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকলে আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো উচিত। নির্বাচনের আগে গোলটেবিল বৈঠক ও সংলাপের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিআর পদ্ধতি কার্যকর করা সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে আলোচনার মাধ্যমে বহু অমীমাংসিত বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। যদি বর্তমান জাতীয় নির্বাচন ব্যবস্থাকে জনআকাঙ্খার আলোকে পরিবর্তন করে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা হয়, তাহলে মনোনয়ন বাণিজ্য, ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তির ব্যবহার অনেকাংশে কমে যাবে।

জামায়াতের এই নেতা বলেন, জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। মতভিন্নতা থাকলেও পদ্ধতিটিকে হালকাভাবে নেওয়ার অধিকার কারও নেই। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মতিয়ার রহমান এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মঈন উদ্দিন।

পথসভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় নির্বাচনের দিনে গণভোটের সুযোগ নেই: পরওয়ার

সর্বশেষ আপডেট ০৭:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজন করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেছেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না, তারাই গণভোটের নামে সময়ক্ষেপণ করছে। তার মতে, এই মহল ভোট ছিনতাই ও একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ১১টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকলে আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো উচিত। নির্বাচনের আগে গোলটেবিল বৈঠক ও সংলাপের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিআর পদ্ধতি কার্যকর করা সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে আলোচনার মাধ্যমে বহু অমীমাংসিত বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। যদি বর্তমান জাতীয় নির্বাচন ব্যবস্থাকে জনআকাঙ্খার আলোকে পরিবর্তন করে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা হয়, তাহলে মনোনয়ন বাণিজ্য, ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তির ব্যবহার অনেকাংশে কমে যাবে।

জামায়াতের এই নেতা বলেন, জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। মতভিন্নতা থাকলেও পদ্ধতিটিকে হালকাভাবে নেওয়ার অধিকার কারও নেই। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মতিয়ার রহমান এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মঈন উদ্দিন।

পথসভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।