ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড: এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 110

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড: এক আসামি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ রাসায়নিক গুদাম অগ্নিকাণ্ডে তিন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি সোলাইমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে সোলাইমানকে আটক করা হয়। পরে রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান।

গ্রেপ্তার সোলাইমানের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার মানিকপুর গ্রামে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকায় ভাইয়ের সঙ্গে যৌথভাবে কেমিক্যালের ব্যবসা করতেন বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার “ফেমাস কেমিক্যাল লিমিটেড” নামের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন প্রাণ হারান। পরে ২৭ সেপ্টেম্বর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‌্যাব-১ এর গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তি বিভাগের সমন্বিত অভিযানে সোমবার বিকেলে সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড: এক আসামি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ রাসায়নিক গুদাম অগ্নিকাণ্ডে তিন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি সোলাইমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে সোলাইমানকে আটক করা হয়। পরে রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান।

গ্রেপ্তার সোলাইমানের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার মানিকপুর গ্রামে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকায় ভাইয়ের সঙ্গে যৌথভাবে কেমিক্যালের ব্যবসা করতেন বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার “ফেমাস কেমিক্যাল লিমিটেড” নামের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন প্রাণ হারান। পরে ২৭ সেপ্টেম্বর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‌্যাব-১ এর গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তি বিভাগের সমন্বিত অভিযানে সোমবার বিকেলে সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।