ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম-কল রেকর্ড আছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 105

ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটি নির্দিষ্ট দলের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ডা. তাহের বলেন, “আমাদের কাছে ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নামসহ তাদের কল রেকর্ড রয়েছে। তারা মিটিংয়ে কী কথা বলেছেন, সেই তথ্যও আছে। এখনই আমরা নাম প্রকাশ করছি না—তাদের সময় দিচ্ছি নিজেদের সংশোধনের জন্য। তবে যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমরা এসব তথ্য প্রকাশ করব।”

তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। বিশেষ করে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদে সৎ, যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। “কিন্তু আমরা দেখছি, সচিব পর্যায়ে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে যার অতীতে দুর্নীতির ইতিহাস রয়েছে এবং যিনি একটি দলের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন,” অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা দাবি করেন, “সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা বর্তমানে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন এবং প্রশাসনকে দলীয়করণের দিকে ঠেলে দিচ্ছেন। পুলিশ প্রশাসন থেকেও আমরা একই তথ্য পেয়েছি—চাপ প্রয়োগ করে নির্দিষ্ট দলের লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।”

নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে উদ্বেগ জানিয়ে ডা. তাহের বলেন, “সরকার যদি প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাব বজায় রাখে, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “গণভোট এখন জাতির ঐক্যবদ্ধ দাবি। কিন্তু কিছু পক্ষ এটি বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। তারা বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে—এটি জনগণের সিদ্ধান্তকে জটিল করার একটি ফাঁদ।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর উত্তর সেক্রেটারি রেজাউল করিম। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবাব্য ও আবদুল হালিমসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম-কল রেকর্ড আছে

সর্বশেষ আপডেট ০৩:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটি নির্দিষ্ট দলের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ডা. তাহের বলেন, “আমাদের কাছে ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নামসহ তাদের কল রেকর্ড রয়েছে। তারা মিটিংয়ে কী কথা বলেছেন, সেই তথ্যও আছে। এখনই আমরা নাম প্রকাশ করছি না—তাদের সময় দিচ্ছি নিজেদের সংশোধনের জন্য। তবে যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমরা এসব তথ্য প্রকাশ করব।”

তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। বিশেষ করে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদে সৎ, যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। “কিন্তু আমরা দেখছি, সচিব পর্যায়ে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে যার অতীতে দুর্নীতির ইতিহাস রয়েছে এবং যিনি একটি দলের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন,” অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা দাবি করেন, “সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা বর্তমানে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন এবং প্রশাসনকে দলীয়করণের দিকে ঠেলে দিচ্ছেন। পুলিশ প্রশাসন থেকেও আমরা একই তথ্য পেয়েছি—চাপ প্রয়োগ করে নির্দিষ্ট দলের লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।”

নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে উদ্বেগ জানিয়ে ডা. তাহের বলেন, “সরকার যদি প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাব বজায় রাখে, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “গণভোট এখন জাতির ঐক্যবদ্ধ দাবি। কিন্তু কিছু পক্ষ এটি বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। তারা বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে—এটি জনগণের সিদ্ধান্তকে জটিল করার একটি ফাঁদ।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর উত্তর সেক্রেটারি রেজাউল করিম। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবাব্য ও আবদুল হালিমসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন।