ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ববিতে শিবিরের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০১:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 95

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ববিতে শিবিরের তিনদিন ব্যাপি কুরআন বিতরন কর্মসূচি চলছে। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই কর্মসূচি পালন করতে দেখা যায় সংগঠনটির সদস্যদের।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, শিবিরের এই কুরআন বিতরণ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও বড় একটি অংশ এই কর্মসূচী নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের প্রশ্ন , “যেহেতু প্রশাসনিকভাবে রাজনীতি নিষিদ্ধ, তাহলে কোনো ছাত্র সংগঠন কিভাবে নিজস্ব ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করে?”

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের পরিকল্পনা ও ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মোকাব্বেল শেখ বলেন,

“আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অফিসিয়ালি অনুমতি নেইনি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা যদি ইতিবাচকভাবে নেয়, তাহলে ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে। এখনো পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি, শিক্ষার্থীরা আমাদের কর্মসূচিকে ভালোভাবেই নিচ্ছে।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল বলেন,

“আমি এখনো বিষয়টি সম্পর্কে কিছু জানি না। আগামীকাল বিষয়টি খতিয়ে দেখবো।”

এর আগে গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে শহীদ আব্দুল মালেক স্মরণে “প্রেরণার বাতিঘর” শীর্ষক বই পাঠ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে ববি শিবির।

রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও অন্যান্য সংগঠনও সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত ২৯ জুলাই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে গণভোটের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। একই দিনে কীর্তনখোলা কনফারেন্স হলে কর্মীসভা ও সদস্য ফর্ম বিতরণ করে ছাত্রদল, এবং ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবীনবরণ আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল।

তবুও একের পর এক ছাত্র সংগঠনের কর্মসূচি সেই নিষেধাজ্ঞার কার্যকারিতা ও প্রশাসনের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে শিক্ষার্থী সমাজে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ববিতে শিবিরের কর্মসূচি

সর্বশেষ আপডেট ০১:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই কর্মসূচি পালন করতে দেখা যায় সংগঠনটির সদস্যদের।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, শিবিরের এই কুরআন বিতরণ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও বড় একটি অংশ এই কর্মসূচী নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের প্রশ্ন , “যেহেতু প্রশাসনিকভাবে রাজনীতি নিষিদ্ধ, তাহলে কোনো ছাত্র সংগঠন কিভাবে নিজস্ব ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করে?”

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের পরিকল্পনা ও ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মোকাব্বেল শেখ বলেন,

“আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অফিসিয়ালি অনুমতি নেইনি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা যদি ইতিবাচকভাবে নেয়, তাহলে ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে। এখনো পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি, শিক্ষার্থীরা আমাদের কর্মসূচিকে ভালোভাবেই নিচ্ছে।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল বলেন,

“আমি এখনো বিষয়টি সম্পর্কে কিছু জানি না। আগামীকাল বিষয়টি খতিয়ে দেখবো।”

এর আগে গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে শহীদ আব্দুল মালেক স্মরণে “প্রেরণার বাতিঘর” শীর্ষক বই পাঠ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে ববি শিবির।

রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও অন্যান্য সংগঠনও সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত ২৯ জুলাই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে গণভোটের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। একই দিনে কীর্তনখোলা কনফারেন্স হলে কর্মীসভা ও সদস্য ফর্ম বিতরণ করে ছাত্রদল, এবং ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবীনবরণ আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল।

তবুও একের পর এক ছাত্র সংগঠনের কর্মসূচি সেই নিষেধাজ্ঞার কার্যকারিতা ও প্রশাসনের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে শিক্ষার্থী সমাজে।