টিকে থাকার লড়াইয়ে আজ হংকংয়ের মুখোমুখি হামজারা
- সর্বশেষ আপডেট ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 111
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের শেষ সময়ের অনুশীলন সেরে নিচ্ছেন হামজা-জামাল-ফাহমিদুলরা। কাই টাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে ঢাকায় হোম ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে হামজা চৌধুরীর। লিস্টার সিটির সেরা একাদশের নিয়মিত ফুটবলার তিনি। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফুটবলার সামিত সোম। ক্যাভালরির জার্সিতে দাপট দেখান প্রায়ই। ইতালিয়ান ফুটবলে পরিচিত নাম ফাহামিদুল ইসলাম। জায়ান আহমেদ এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। একের পর এক বিশ্ব থেকে তন্ন তন্ন করে খুঁজে সেরা ফুটবলারদের জড়ো করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে এতকিছুর পরও মাঠের ফলাফল আগের মতোই। নামিদামি ফুটবলাররা এসেও কেন ফুটবলের গতিপথ বদলাতে পারছেন না? এ প্রশ্নের উত্তর দিতে পারছেন না স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ফুটবলপাড়ায় জোর গুঞ্জন, হামজাদের মতো ফুটবলারদের জন্য আরও উঁচু দরের কোচ প্রয়োজন।
দিন কয়েক আগে ঢাকার মাঠে ৭ গোলের এক দারুণ ফুটবল ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ-হংকং চায়না। ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে হেরে গেছে। সেই পরাজয়ের কাবরেরার পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তার বিরুদ্ধে উঠেছে নানা রকমের অভিযোগ। সেসব অভিযোগ আপাতত বাকির খাতায় তুলে রেখে আজকের ম্যাচ নিয়েই ভাবছেন সবাই।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা আরও একবার আশার কথা শোনালেন। স্বপ্ন দেখালেন ম্যাচ জয়ের। তিনি বলেন, ‘আমরা নিজেদের প্রস্তুত করেছি। আরও একটা বড় ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য।’
হংকংয়ের মাটিতে ২০০৬ সালে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেবার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ প্রায় ১৯ বছর পর হংকংয়ের মাটিতে খেলতে গেছে বাংলাদেশ। এবার কি ফলাফল অপেক্ষা করছে?




































