ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ইসরাইলবিরোধী বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 120

পাকিস্তানে ইসরাইলবিরোধী বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ঘোষণার পরেও মুসলিম বিশ্বের নানা প্রান্তে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানেও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে শুরু হওয়া এক বিক্ষোভ রূপ নিয়েছে সহিংস সংঘর্ষে। তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামের কট্টর ইসলামপন্থী দলের এই আন্দোলন দমনে পুলিশ সোমবার মুরিদকে শহরে অভিযান চালায়। যেখানে অন্তত ৫ জন নিহত হয়েছেন, এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

লাহোরে বৃহস্পতিবার থেকে ইসরায়েলবিরোধী বিক্ষোভ শুরু করেছিল টিএলপি। তারা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে পদযাত্রার ঘোষণা দেয়। ফলে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, টিএলপি কর্মীরা পুলিশের ওপর পাথর, লোহার দণ্ড ও পেট্রল বোমা ছোড়ে এবং নির্বিচারে গুলি চালায়। এতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক মারা গেছেন। বেশ কিছু দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন ৪৮ জন পুলিশ ও ৮ জন সাধারণ মানুষ।’

টিএলপি জানায়, তাদের আন্দোলন প্রথমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বিরোধিতা জানাতে শুরু হয়েছিল। পরে তারা বলে, এই বিক্ষোভ আসলে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য।

একজন টিএলপি কর্মী আবু সুফিয়ান বলেন, ‘পুলিশ আমাদের ঘিরে রেখেছিল। তারা গুলি ও টিয়ার গ্যাস ছুড়ছিল। টানা তিন থেকে চার ঘণ্টা ধরে তারা গুলি চালিয়েছে।’

অভিযানের পর রাস্তায় জ্বলন্ত গাড়ি ও দলটির নেতার প্রধান ট্রাক পড়ে থাকতে দেখা যায়। টিএলপি নেতা আল্লামা ইরফান এএফপিকে বলেন, ‘আসলে কোনো আলোচনা হয়নি। সরকার শুধু জনগণকে দেখানোর জন্য বলেছে যে তারা আলোচনা করছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানে ইসরাইলবিরোধী বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫

সর্বশেষ আপডেট ১০:৫৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ঘোষণার পরেও মুসলিম বিশ্বের নানা প্রান্তে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানেও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে শুরু হওয়া এক বিক্ষোভ রূপ নিয়েছে সহিংস সংঘর্ষে। তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামের কট্টর ইসলামপন্থী দলের এই আন্দোলন দমনে পুলিশ সোমবার মুরিদকে শহরে অভিযান চালায়। যেখানে অন্তত ৫ জন নিহত হয়েছেন, এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

লাহোরে বৃহস্পতিবার থেকে ইসরায়েলবিরোধী বিক্ষোভ শুরু করেছিল টিএলপি। তারা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে পদযাত্রার ঘোষণা দেয়। ফলে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, টিএলপি কর্মীরা পুলিশের ওপর পাথর, লোহার দণ্ড ও পেট্রল বোমা ছোড়ে এবং নির্বিচারে গুলি চালায়। এতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক মারা গেছেন। বেশ কিছু দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন ৪৮ জন পুলিশ ও ৮ জন সাধারণ মানুষ।’

টিএলপি জানায়, তাদের আন্দোলন প্রথমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বিরোধিতা জানাতে শুরু হয়েছিল। পরে তারা বলে, এই বিক্ষোভ আসলে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য।

একজন টিএলপি কর্মী আবু সুফিয়ান বলেন, ‘পুলিশ আমাদের ঘিরে রেখেছিল। তারা গুলি ও টিয়ার গ্যাস ছুড়ছিল। টানা তিন থেকে চার ঘণ্টা ধরে তারা গুলি চালিয়েছে।’

অভিযানের পর রাস্তায় জ্বলন্ত গাড়ি ও দলটির নেতার প্রধান ট্রাক পড়ে থাকতে দেখা যায়। টিএলপি নেতা আল্লামা ইরফান এএফপিকে বলেন, ‘আসলে কোনো আলোচনা হয়নি। সরকার শুধু জনগণকে দেখানোর জন্য বলেছে যে তারা আলোচনা করছে।’