ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 154

সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিরাগমন-১ শাখার উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হবে “ফিফা মেম্বারস অ্যাসোসিয়েশন ২০২৬ প্ল্যানিং মিটিং” এবং “এএফসি ২০২৫ অ্যাওয়ার্ড নাইট”। এসব আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিতে সালাহউদ্দিন ও মাহফুজা কিরণের ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করে বাফুফে।

বিবেচনা শেষে মন্ত্রণালয় তাদের বিদেশ ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত জানায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সর্বশেষ আপডেট ০৮:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিরাগমন-১ শাখার উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হবে “ফিফা মেম্বারস অ্যাসোসিয়েশন ২০২৬ প্ল্যানিং মিটিং” এবং “এএফসি ২০২৫ অ্যাওয়ার্ড নাইট”। এসব আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিতে সালাহউদ্দিন ও মাহফুজা কিরণের ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করে বাফুফে।

বিবেচনা শেষে মন্ত্রণালয় তাদের বিদেশ ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত জানায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।