ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 235

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমান মিয়ার মৃত্যু হয়। নিহত রুমান মিয়া ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ইটনা থানার ওসি মোহাম্মদ জাফর ইকবাল এবং মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া গ্রামে জসিম মেম্বার ও করিম মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে করিম মিয়ার পক্ষের একজন প্রতিপক্ষের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করলে স্থানীয়রা সেটি ধরে ফেলে। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় জসিম মেম্বার পক্ষের রুমান মিয়া গুরুতর আহত হন। সংঘর্ষে আরও অন্তত ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, আর গুরুতর আহত রুমান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

সর্বশেষ আপডেট ০২:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমান মিয়ার মৃত্যু হয়। নিহত রুমান মিয়া ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ইটনা থানার ওসি মোহাম্মদ জাফর ইকবাল এবং মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া গ্রামে জসিম মেম্বার ও করিম মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে করিম মিয়ার পক্ষের একজন প্রতিপক্ষের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করলে স্থানীয়রা সেটি ধরে ফেলে। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় জসিম মেম্বার পক্ষের রুমান মিয়া গুরুতর আহত হন। সংঘর্ষে আরও অন্তত ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, আর গুরুতর আহত রুমান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।