ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প
- সর্বশেষ আপডেট ০২:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 85
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করছে। ট্রাম্প আজ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তির ওপর একটি শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করতে মিসরে যাবেন। খবর আলজাজিরা।
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বেন গুরিয়ন বিমানবন্দরে উপস্থিত আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, তার মেয়ে ইভাঙ্কা এবং মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফও উপস্থিত আছেন।
এদিকে গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকাল ৮টার পর সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়। তাদের এখন ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে।
এক এক্স পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস তাদের জানিয়েছে, হামাস ৭ জন বন্দিকে তাদের কাছে হস্তান্তর করেছে। তারা হলেন- ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল।
জিম্মিদের ফিরে পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।
































