গাজায় সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক নিহত
- সর্বশেষ আপডেট ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 120
গাজা সিটিতে সংঘর্ষে সালেহ আলজাফারাওয়ি নামে ফিলিস্তিনি এক সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই উপত্যকাটিতে সংঘর্ষের ঘটনটি ঘটলো। খবর আল জাজিরা।
খবরে বলা হয়, ২৮ বছর বয়সি সালেহ আলজাফারাওয়ি গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে এক “সশস্ত্র গোষ্ঠীর” গুলিতে নিহত হয়েছেন। তিনি যুদ্ধ চলাকালে ভিডিও প্রতিবেদন করে বেশ পরিচিতি পেয়েছিলেন।
আল জাজিরার সানাদ যাচাইকরণ সংস্থা জানিয়েছে, সাংবাদিক ও কর্মীদের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ‘প্রেস’ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত সালেহর মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে। তিনি রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন।
ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, ওই দিন সাবরা এলাকায় হামাস নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানান, সংঘর্ষে জড়িত ছিল ‘ইসরাইল দখলদার বাহিনীর সম্পর্কিত এক সশস্ত্র মিলিশিয়া’।
































