ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেস্ট মেয়েদের অথচ আইন কানুন পুরুষদের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 144

তসলিমা নাসরিন

আলোচিত-সমালোচিত লেখক তসলিমা নাসরিন এবার মেয়েদের স্তন নিয়ে কথা বলেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি নারীদের স্তন এবং পুরুষের আইন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো;
পুরুষের ব্রেস্ট যদি মেয়েদের ব্রেস্টের মতো বড় হতো, তারা কি ওড়না পরত? আমি নিশ্চিত, তারা পরত না। বরং ব্রেস্ট দেখিয়ে বেড়াত—ঠিক যেমন মাসল দেখিয়ে বেড়ায়। মেয়েদের ব্রেস্ট পুরুষের ব্রেস্টের চেয়ে দেখতে ভালো, সে কারণেই মেয়েদের ব্রেস্ট দেখিয়ে বেড়ানোর সুযোগ নেই। কারণ পুরুষেরা মেয়েদের ব্রেস্ট ঢাকতে ব্যস্ত। জামা দিয়ে ঢাকলেও তাদের হয় না, ওড়না দিয়ে ঢাকতে হবে, তাতেও হয় না—বোরখা দিয়ে নাকি ঢাকতে হবে।

ব্রেস্ট না থাকার যন্ত্রণা পুরুষকে হিংস্র এবং হীনমন্য করেছে কিনা—কে জানে। ব্রেস্ট মেয়েদের, অথচ ব্রেস্ট নিয়ে নিয়ম-নীতি, আইন-কানুন পুরুষদের। জরায়ু মেয়েদের, জরায়ু নিয়ে নিয়ম-নীতি, আইন-কানুন পুরুষদের। যৌনাঙ্গ মেয়েদের, যৌনাঙ্গ নিয়ে নিয়ম-নীতি, আইন-কানুন পুরুষদের। অথচ তাদের শরীরের কিছু নিয়ে আমরা কোনো নিয়ম-কানুন তৈরি করিনি। যদি করি, তারা কি মানবে আমাদের নিয়ম-কানুন? মানবে না।

সুতরাং মেয়েদের ভ্রক্ষেপ করা উচিত নয় মেয়েদের শরীর বা পোশাক নিয়ে পুরুষের কোনো আদেশ বা উপদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রেস্ট মেয়েদের অথচ আইন কানুন পুরুষদের

সর্বশেষ আপডেট ০৬:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আলোচিত-সমালোচিত লেখক তসলিমা নাসরিন এবার মেয়েদের স্তন নিয়ে কথা বলেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি নারীদের স্তন এবং পুরুষের আইন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো;
পুরুষের ব্রেস্ট যদি মেয়েদের ব্রেস্টের মতো বড় হতো, তারা কি ওড়না পরত? আমি নিশ্চিত, তারা পরত না। বরং ব্রেস্ট দেখিয়ে বেড়াত—ঠিক যেমন মাসল দেখিয়ে বেড়ায়। মেয়েদের ব্রেস্ট পুরুষের ব্রেস্টের চেয়ে দেখতে ভালো, সে কারণেই মেয়েদের ব্রেস্ট দেখিয়ে বেড়ানোর সুযোগ নেই। কারণ পুরুষেরা মেয়েদের ব্রেস্ট ঢাকতে ব্যস্ত। জামা দিয়ে ঢাকলেও তাদের হয় না, ওড়না দিয়ে ঢাকতে হবে, তাতেও হয় না—বোরখা দিয়ে নাকি ঢাকতে হবে।

ব্রেস্ট না থাকার যন্ত্রণা পুরুষকে হিংস্র এবং হীনমন্য করেছে কিনা—কে জানে। ব্রেস্ট মেয়েদের, অথচ ব্রেস্ট নিয়ে নিয়ম-নীতি, আইন-কানুন পুরুষদের। জরায়ু মেয়েদের, জরায়ু নিয়ে নিয়ম-নীতি, আইন-কানুন পুরুষদের। যৌনাঙ্গ মেয়েদের, যৌনাঙ্গ নিয়ে নিয়ম-নীতি, আইন-কানুন পুরুষদের। অথচ তাদের শরীরের কিছু নিয়ে আমরা কোনো নিয়ম-কানুন তৈরি করিনি। যদি করি, তারা কি মানবে আমাদের নিয়ম-কানুন? মানবে না।

সুতরাং মেয়েদের ভ্রক্ষেপ করা উচিত নয় মেয়েদের শরীর বা পোশাক নিয়ে পুরুষের কোনো আদেশ বা উপদেশ।