শিরোনাম
রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবদেক
- সর্বশেষ আপডেট ১২:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 149
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা গ্লোবাল মিটিংয়ে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, রোম সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেওয়ার সাইডলাইনে বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন, বিভিন্ন সরকার ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
































