ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদন

সাভারে চার কারখানায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 255

টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের

সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে চারটি কারখানায় প্রশাসনের নজর এড়িয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদন ও বাজারে বিক্রি করা হচ্ছিল। এভাবে পরিবেশ দূষণের কারণে এলাকার জীববৈচিত্র্য ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ চারটি কারখানার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা চারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাভার উপজেলাকে ইতিমধ্যেই ‘এয়ার ডিগ্রেডেড’ ঘোষণা করা হয়েছে, তাই এই ধরনের অবৈধ ফ্যাক্টরি থাকতে পারবে না। অভিযানে পুলিশ প্রশাসনসহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদন

সাভারে চার কারখানায় জরিমানা

সর্বশেষ আপডেট ০৪:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে চারটি কারখানায় প্রশাসনের নজর এড়িয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদন ও বাজারে বিক্রি করা হচ্ছিল। এভাবে পরিবেশ দূষণের কারণে এলাকার জীববৈচিত্র্য ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ চারটি কারখানার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা চারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাভার উপজেলাকে ইতিমধ্যেই ‘এয়ার ডিগ্রেডেড’ ঘোষণা করা হয়েছে, তাই এই ধরনের অবৈধ ফ্যাক্টরি থাকতে পারবে না। অভিযানে পুলিশ প্রশাসনসহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।