পটুয়াখালীতে র্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- সর্বশেষ আপডেট ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 111
পটুয়াখালীর ফতুল্লায় র্যাবের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হালিম (৩৫) এবং র্যাব সদস্যের পরিবারের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, র্যাব সদস্যরা পরিবার নিয়ে একটি মিনিবাসে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে র্যাবের গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক এএসআই আব্দুল হালিম মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটিরও মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ২১ জনকে পটুয়াখালী সিএমএইচ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটি পুলিশ আটক করেছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল জানান, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





































